শখের বশে কিছুদিন ক্যামেরা নাড়াচাড়া করেছিলাম। ক্যামেরা প্রধানত দুই ভাগে ভাগ করা যায়। পয়েন্ট এন্ড শুট আর ডিএসএলআর। আজকাল পয়েন্ট এন্ড শুট ক্যামেরাতেও কিছু সেটিংস নিজে করার ব্যবস্হা রাখে।
সূর্য যেদিকে রয়েছে সেই দিকে কোন বস্তুর ছবি সাধারনত ভালো আসেনা। চেষ্টা করবেন সূর্যের দিকে পিঠ দিয়ে ছবি তোলার। অতিরিক্ত ফ্ল্যাশ লাগিয়ে সমস্যাটা সমাধান করা যেতে পারে।
ক্যামেরায় অালোর ব্যবহার খুব গুরুত্বপূর্ন। ভোরের আলো আর সূর্যাস্তের পূর্বে আলোতে ছবি তোলাকে গোল্ডেন আওয়ার ফটোগ্রাফি বলে। এসময় কোমল আলোর জন্য ছবিতে কিছু আলাদা আকর্ষন তৈরি হয়
রুল অফ থার্ড। কখনো খেয়াল করলে দেখবেন, ছবির মূল বস্তুটি ছবির ঠিক মাঝখানে থাকলে কেমন যেন বেমানান দেখায়। এজন্য বিষয়বস্তুটিকে যেকোন দিকে ১:৩ এ রেখে তুললে অাকর্ষনীয় লাগে। ছবি দেখলে পরিষ্কার হবে।
আপনি চাইলে ক্যামেরার ডিসপ্লেতে এই গ্রিড দৃশ্যমান করতে পারেন, তাতে বিষয়বস্তু সঠিক স্হানে রেখে ছবি তোলা যায়।
ছবিতে দেখানো বড় ক্যামেরাতে অনেকেই ডিসপ্লে দেখে ছবি তোলেন, এতে ক্যামেরা নড়াচড়া বেশি করে। উপরে ছোট ভিউফাইন্ডারে চোখ দিয়ে দেখে তুললে ক্যামেরা শরীরের কাছে থাকে, নিয়ন্ত্রন ভালো হয়। এতে ঝাকি কম লাগে।
ডিএসএলআর ক্যামেরা নতুন কিনে অনেকেই ধারনা কম থাকার কারনে কিভাবে শুরু করবেন বুঝতে পারেন না। তাদের জন্য টিপস, সবরকম সেটিং এ ছবি তুলতে থাকুন। একই ছবি ভিন্ন ভিন্ন সেটিং দিয়ে তুলে দেখুন। এতে সময় লাগলেও যে শিক্ষা পাবেন তা হাজার লেকচারেও পাবেন না। ইন্টারনেটে প্রচুর ফটোগ্রাফি সাইট আছে, বিভিন্ন টিপস পাবেন, সাথে ভালো ফটোগ্রাফারদের তোলা ছবি দেখবেন, আইডিয়া পাবেন।